কন্যে,
তোমার জন্যে লেখছি না আর
তোমার জন্যে…
তোমার মুখের হাসির জন্যে
জোকার সাজতে পারছি না,
বানরের হাতে ডুগডুগি হয়ে
বাজারে বাজতে পারছি না।
কন্যে,
নিজেকে পুড়িয়ে হতে পারছি না ধন্যে;
আমি নই কোনো গিফট্ বক্স এক প্রেমীকের সৌজন্যে…
কন্যে,
তোমার জন্যে লেখছি না আর
তোমার জন্যে…
তোমার মুখের হাসির জন্যে
জোকার সাজতে পারছি না,
বানরের হাতে ডুগডুগি হয়ে
বাজারে বাজতে পারছি না।
কন্যে,
নিজেকে পুড়িয়ে হতে পারছি না ধন্যে;
আমি নই কোনো গিফট্ বক্স এক প্রেমীকের সৌজন্যে…
এখানে আপনার মন্তব্য রেখে যান