তুমি বললেই / সাইফ আলি

তুমি বললেই থামতে পারি না
নামতে পারি না নিচে,
তুমি বললেই মুছতে পারি না বিশ্বাস;
তাই, মিথ্যে দেবো না আশ্বাস।

তুমি বললেই চাঁদ এনে দেয়
এনে দিতে পারে তারা,
যারা;
আমি নই সেই দলে,
আমি তো পাগল এটুকু বুঝি না
কিভাবে এসব বলে।

তোমার জন্য বিষ খাবো-এই
নাটকে করিনি অভিনয়,
করবো না কোনোদিন;
নিজের জন্য কিছু নই আমি?
আমি কি মূল্যহীন??

বলতে পারবো এতটুকু শুধু-
বিশ্বাস করো যদি;
একই স্রোত হয়ে সাগরে মিশবো,
পার হবো একই নদী।

এখানে আপনার মন্তব্য রেখে যান