না, কোনো আপোষ নয় / আলি মেসবাহ

মুখ বুঁজে সয়ে যাবো? না না-কোনো ছাড় নেই;
সুন্দরবনে আর কারো অধিকার নেই।
এই বন আমাদের ভালোবাসা, আত্মা
এক্ষুনি ফিরে যাও বিদেশি প্রেতাত্মা।
ভেবেছ কি ? এ দেশের জনগণ অন্ধ ?
মেনে নেবো যতো সব মিথ্যে প্রবন্ধ ?
স্ট্রেইট কাট শোনো, কারো কানাকানি না
রামপাল প্রকল্প মানি না.. মানি না…।
অন্যের ঘাড়ে নুন রেখে আর কতোকাল…?
লাথি মারি তোমাদের অথর্ব জঞ্জাল।
না কোনো আপোষ নয়, আজ থেকে বৈরি
শ্বাপদের বিষ দাঁত ভেঙে দিতে তৈরি।
আর যারা এদেশের মাথা মোটা ‘কত্তা’,
জানিনা তো তারা কোন স্বার্থে অগত্যা
সুন্দরবনটাকে করে দিতে ধ্বংস
হলো এই হীন ষড়যন্ত্রেরই অংশ!!
কান খুলে শুনে রাখো, দাবী শুধু একটাই-
বিদ্যুৎকেন্দ্র না; সুন্দরবন চাই।

এখানে আপনার মন্তব্য রেখে যান