পৃথিবীর সব কাব্য লেখা হয়ে গেলে,
আমার টেবিলে কিছু শব্দ পড়েছিল ”একান্ত মলিন, জীর্ণ!”
সংগ্রহ করে রজনীগন্ধার পাশে রেখে দিয়ে
ফুৎকার দিলাম, “সমস্ত ছড়িয়ে পড়ে, ক্রমাগত লিখে চলে
নক্ষত্রের কবিতা” শুধু এক নাম, সে তোমার নাম!
পৃথিবীর সব কাব্য লেখা হয়ে গেলে,
আমার টেবিলে কিছু শব্দ পড়েছিল ”একান্ত মলিন, জীর্ণ!”
সংগ্রহ করে রজনীগন্ধার পাশে রেখে দিয়ে
ফুৎকার দিলাম, “সমস্ত ছড়িয়ে পড়ে, ক্রমাগত লিখে চলে
নক্ষত্রের কবিতা” শুধু এক নাম, সে তোমার নাম!
এখানে আপনার মন্তব্য রেখে যান