যদি প্রতিদিন ঈদ হতো / সায়ীদ আবুবকর

ল্যাংড়া ফকিরগুলো কত খুশী, অন্ধ ফকিরগুলোও খুশিতে অবাক:
একেই তাহলে বলে বুঝি লাক-
তারা ভাবে; পড়ছে বৃষ্টির মতো ঝরে দু-টাকার পাঁচ টাকার কয়েন;
কেউ কেউ চিল্লিয়ে ‘এই যে চাচা, নেন’
বলে ছুঁড়ে মারছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার নোট; নিজের চোখকেও
হতে চায় না বিশ্বাস-এরকম অন্ধ খোঁড়া অচল লোককেও
দিতে পারে মানুষেরা এত টাকাকড়ি; মনে হয় হাজী মহসীনের হাত
বাড়িয়ে দিয়েছে তারা, লোকগুলো হয়ে গেছে ফেরেস্তা হঠাৎ।
হায়,- তারা ভাবে,- যদি প্রতিদিন এমন ঈদের দিন হতো, প্রতিদিনই হতো ঈদ,
আর সব জায়গা-ই হতো এরকম ঈদগা ও মসজিদ!

৬.৭.২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ