চাইনি ফেলানী চাইনি
রাস্তায় নেমে প্রতিবাদী হতে চাইনি
দুঃস্বপ্নের খোরাক জমাতে চাইনি
সংসার হবে, সাবলিল সুখে ভাসবো দু’জন-
এইসব নিয়ে ভাবনার কোনো ফুসরত খুঁজে পাইনি…
ভূগোল পড়েছি বার বার;
কিন্তু মাথায় কিচ্ছু ঢোকেনি; ঢুকবে কি করে কাঁটাতার
দেখে সাহস করেনি হয়তো-
সীমানায় কিছু চোকিদার দেখে পালিয়ে গিয়েছে নয়তো।
চাইনি ফেলানী চাইনি,
বিবেকের ’পর বর্ণবাদী এ পতাকা ওড়াতে চাইনি-
এখানে আপনার মন্তব্য রেখে যান