সুন্দরবনটাকে বাঁচাতেই হবে যে / আলি মেসবাহ

:খুব বেশি বকছিস দু’দিনের ছোকরা,
দেখিস না চুপ করে আছে সব লোকরা;
বলবি তো ভালো কথা, বল কিছু কম বা-
জানিস তো, আমাদের হাত কতো লম্বা…

:কার হাত কতো বড় অতশত ভাবি না,
আমাদের দাবি তো অযৌক্তিক দাবি না;
মুখ খুললেই তাতে বেধে যাবে যুদ্ধ
অথবা হবেই সব শুদ্ধ অশুদ্ধ?
বরঞ্চ তোমাদেরই নেই কোনো যুক্তি
এক্ষুনি ছুঁড়ে ফেলো রামপাল চুক্তি।
ধ্বংসের এ আয়োজন বলো কার জন্যে ?
বলতে কি পারো তুমি, ও মানস কন্যে ?
এই নদী, এই বন, এই মা ও মাটি এই
ছল-চাতুরির নানা কৌশল খাটিয়েই
বিকাবে; তা কখখোনো না না মেনে নেবো না
সুন্দরবনটাকে ছাই হতে দেবো না।
ও মানুষ, থেকো না’ক আর হীন শয্যায়-
প্রতিবাদ বয়ে যাক অস্থি ও মজ্জায়,
শ্বাপদের ভিত নড়ে উঠবেই তবে যে
সুন্দরবনটাকে বাঁচাতেই হবে যে।

এখানে আপনার মন্তব্য রেখে যান