ভাবছোটা কি / সাইফ আলি

ভাবছোটা কি খুব সোজা
এক প্রেমিকের দহনজ্বালা বহন করা…

পাপড়িঝরা একটা ফুলের বৃন্ত যখন আকাশ দেখে
নাটাইছাড়া একটা ঘুড়ি উড়তে থাকে বাধনহারা
একটা পাখি শুন্য ঘরে সন্ধ্যা নামায় একলা বসে
নিস্ব চাষা বুকের ভেতর একটা করুণ কাব্য পোষে
সেই চাষাটার বুকের জমিন আবাদ করা এতই সোজা
চোখের পাতায় টলমলিয়ে জমতে থাকা অশ্রু বোঝা-

ভাবছোটা কি ভুল করেছি নিজকে নিয়ে একটু ভেবে
কিন্তু যখন প্রশ্ন করি- কষ্টগুলো আর কে নেবে?
তখন তুমি কোথায় থাকো
কোন বাগানের ফুল ফোটাতে ব্যস্ত থাকো, বলবে তা কি?
না কি ওসব সওদা তোমার অনন্তকাল থাকবে বাকি?

রাতকে তুমি অন্ধকারে জোনাক হয়ে জ্বলতে দেখো
কিংবা দেখো ঝুলতে থাকা পূর্ণিমা চাঁদ,
আমার বেলায় জোনাকহারা নিয়নবাতির বাস্তবতা
জীবন পোঁড়ার গন্ধে ভরা বিচ্ছিরি স্বাদ…

এখানে আপনার মন্তব্য রেখে যান