ফেলে দিতে চাইলেই ফেলে দেয়া যায় না
মাঝে মাঝে কিছু কথা ভাষা খুঁজে পায় না
তাই বলে কথা নেই ভাবনাটা ঠিক না
হৃদয়ের কথাগুলো চেপে রাখা যায় না।
কিছু কথা চোখ বলে, কিছু বলে কেউ না;
ঘুমের পাড়ায় জাগে স্বপ্নের ঢেউ না?
সেই ঢেউ কোনোদিন ছুঁতে পারে হাতটা?
কিন্তু সবাই বোঝে গভীর আঘাতটা।
নিরবে যে কথা হয় চোখে চোখ রাখলে
সে কথা কি থেমে যায় শব্দকে ঢাকলে
তাহলে চাঁদের বুকে ভাবো দেখি ছায়া কার
পৃথিবী কি এড়িয়েছে এসবের দ্বায়ভার?
চাঁদ-সূর্যের এই লুকোচুরি খেলাটা
জমে ওঠে পৃথিবীকে ঘিরে ভালোবাসলেই;
এই কথা ঠিক না, কক্ষনো ঠিক না
ভালোবাসা ভাষা পাই শুধু কাছে আসলেই।
ফেলে দিতে চাইলেই ফেলে দেয়া যায় না
মাঝে মাঝে কিছু প্রেম ভাষা খুঁজে পায় না
তাই বলে নিরব সে মনের ভাষ্যটা
মন থেকে চাইলেই দৃষ্টি এড়ায় না।