স্বপ্নশূন্য হাতে / সাইফ আলি

আজ বহুদিন স্বপ্ন দেখি না-
স্বপ্ন দেখি না রাতে,
স্বপ্নশূন্য হাতে
হাতড়াই মানিব্যাগ…

আজ বহুদিন আড্ডা জমে না
আড্ডা জমে না আর,
বিয়ে করি নাই তবু আমাদের ব্যাচেলার সংসার
চালে ডালে মিলে খিচুড়ি পাকায় ব্যস্ততা একাকার…

আজ বহুদিন আকাশের নিচে
একান্তে হাঁটা হয় না,
বিকারগ্রস্থ মস্তিষ্কটা পোষমানা এক ময়না-
যেদিকে ভাবাই সেদিকেই ভাবে
যেভাবে দেখাই রাস্তা,
সেভাবেই চলে;
যান্ত্রিক এই অধমের ’পর যেনো কি ভীষণ আস্থা!!

এখানে আপনার মন্তব্য রেখে যান