রোগী:
কাল রাতে চুপিচুপি কষ্টরা এসে
ঝাপিয়ে পড়লো এই পোড় খাওয়া শরীরের পর
দপ দপ জ্বলে ওঠা মুমূর্ষু মাথা
তুমুল যন্ত্রনায় ছটফট করে,
কেউ নেই- কোথাও তখন;
অথচ সবাই ছিলো, চারপাশে;
পাশের বালিশে ছিলো প্রিয়তমা নিবিড় ঘুমিয়ে।
চিকিৎসক:
আহত শরীরটাকে আর বেশি কষ্ট দিও না
মনটাকে রেখে আসো ফরমালিনে ডুবিয়ে
যতদিন না এর একটা বিহিত হয়…
এখানে আপনার মন্তব্য রেখে যান