কবি সেই কবিতার ক্যানভাস / সাইফ আলি

প্রকাশিত কবিতার ভীড়ে
কখন লুকিয়ে ফেলে নিজেকে নিজেই এক
অযাচিত গোপন কবিতা,
পাঠক পড়েনি তাকে- প্রকাশক করেনি প্রকাশ;
ডায়েরির পাতা থেকে কখন কিভাবে
ঢুকে গেছে যাপিত জীবনে;
কবির ছায়ার মতো এখন সে অভিন্ন কেউ।

কবি সেই কবিতার ক্যানভাস হয়ে,
ঘর থেকে বের হয় রোজ…

এখানে আপনার মন্তব্য রেখে যান