তারার অলংকারে সাজো তুমি রোজ
ভালোবেসে আমি বলি- রাত,
দিনের ক্লান্তিগুলো মুছে দিতে দিতে
ঘভীর অন্ধকারে নিজেকে হারাও।
রাত তুমি প্রিয়া হও,
আমি হই একান্ত প্রেমিক তোমার…
তারার অলংকারে সাজো তুমি রোজ
ভালোবেসে আমি বলি- রাত,
দিনের ক্লান্তিগুলো মুছে দিতে দিতে
ঘভীর অন্ধকারে নিজেকে হারাও।
রাত তুমি প্রিয়া হও,
আমি হই একান্ত প্রেমিক তোমার…
এখানে আপনার মন্তব্য রেখে যান