পৃথিবী, তোমার অন্ধকারে কি আছে গোপণ
কষ্টেরা আছে?
তুমি রোজ কাঁদো?
শাদাশিদে স্বপ্নের ভেঙে যাওয়া আছে?
পাওয়া আছে; না পাওয়ার ব্যথা?
তাহলে তো তুমিও মানুষ; মানুষের মতো…
আমার যে ডানপিটে চোখ
চারিদিকে খুঁজে ফেরে স্বপ্নালু রোদ
ক্লান্তির ঘুম এসে জড়িয়েছে তাকে;
আমি কি ঘুমাবো? ঘুমালে কি সফলতা আসে…?
এখানে আপনার মন্তব্য রেখে যান