কে তুমি / সাইফ আলি

কে তুমি অধর ছুঁয়ে নিংড়ানো তৃষ্ণার জল
কে তুমি পেখম তোলো গহীনেরও গহীন ভেতর
বৃষ্টি তোমাকে ছোঁবে নাকি তুমি বৃষ্টিকে সে বাহাস দূরে রাখো ঠেলে,
তার আগে বলো শুনি, হৃদয় কুঠুরি ঘেটে প্রেম ছাড়া আর কি কি পেলে??

তোমাকে চিনি তো আমি, দেখেছিও হয়তো বা ছুঁয়ে
শাদা-কালো পরিচয়, রঙিন অন্ধকারে করো তবু বাস-
বাঁধানো ছবির মতো টনটনে দৃষ্টির মোহ-

তবুওতো বলে যাও পরিচয় কি তোমার, রানী;
কে তুমি কওনা কিছু হামেশা বাড়াও হয়রানি!!

এখানে আপনার মন্তব্য রেখে যান