প্রিয়তমা চোখ দুটো খোলো / সাইফ আলি

প্রিয়তমা চোখ দুটো খোলো,
ওই চোখ যুদ্ধ দেখুক তা কি আমিও চেয়েছি কোনোদিন!
ওই চোখে শোভা পায় কাজলের রেখা,
অভিমানের অশ্রু; কান্নার নয়, কষ্টের নয়;
ব্যথা বেদনার নয়, কক্ষনো নয়…
গোলাপের দলিত এ পাপড়ির নিচে
জেগে আছে ভয়ার্ত চোখ,
কেবলি বোমায় যেনো ছিন্ন প্রেমিক তাকে
ডেকে গেছে, আয়-
কেবলি কামান যেনো দেগে গেছে কেউ
তার সখের ডানায়,
কেবলি হঠাৎ যেনো তাশের ঘরের মতো
স্বপ্নের শরীরকে ঘিরে মেতেছিলো কেউ…
ফর্শা চিবুক বেয়ে নেমে আসা ঢেউয়ের যে দাগ,
সে দাগ মুছবো আমি ইরেজার কই,
আমি শুধু ক্ষুধার্ত শকুনের মতো
নিচু হয়ে রই, নত হয়ে রই-
প্রিয়তমা চোখ দুটো খোলো,
তুমি যে বারুদে পুড়ে নীল হলে সে বারুদ
আমাকেও ছুঁতে দাও, ছুই;
আবারো আবাদ হবে পোড়া চোখে
আমাদের স্বপ্নের ভুঁই-

এখানে আপনার মন্তব্য রেখে যান