অনুঃস্বর / সাইফ আলি

যখন তোমার একতারাটায় সুর ওঠে না
ভাবনাগুলো হর-হামেশা জট পাকায়
মাটির কাছে গিয়েও কোনো সুখ মেলে না
তখন তুমি আকাশ হয়ে দেখতে পারো
তারার পিঠে মনের কথা লেখতে পারো-

যখন তোমার ব্যালকোনিতে সূর্য ওঠে
কিন্তু ভীষণ অন্ধকারে সাঁতার কাটে
দরজা খুলে দেখতে কেমন বুক কাঁপে
জমতে থাকে বিষণ্নতা চা’র কাপে
তখন তুমি সাগর হয়ে দেখতে পারো
বালির ‘পরে মনের কথা লেখতে পারো-

আর যদি সব মিথ্যে লাগে, নষ্ট লাগে
আমার চোখে দৃষ্টি রেখে বলতে পারো
কষ্ট লাগে… কষ্ট লাগে… কষ্ট লাগে….

কষ্ট আমার অন্ধকারে বাধুক ঘর,
তুমি আমার ব্যঞ্জনে হও অনুঃস্বর।

এখানে আপনার মন্তব্য রেখে যান