প্রবাসী বন্ধুর প্রতি / আবুল হাসান

এই তো এখানে আমি একা বসে আছি
বন্ধু, তুমি শুধু দূরে চলে গেছো।

গাঢ় অন্ধকার হতে জন্তুগুলো আসছে বেরিয়ে
সদম্ভ লাঙুল তুলে অতর্কিত তাদের চীৎকার
ভীত ত্রস্ত করে দেয়
ব্যস্ত সব সংখ্যা জোড়া দিয়ে এ কথা জানাতে চায়
সর্দি, কাশি, গলা বসে গেছে,
কেউ এসে জন্তুটার কান ধরলোনা!
আমি শুধু একা একা সন্ধ্যা কাটালাম!

মনে পড়েনা দুঃখিত দিনের কথা?
লেকের গভীর জলে ঢিল ছুঁড়ে
স্মৃতির নখর ভোঁতা কোরতে চাইলাম
সজল কয়েকটি কথা মনে পড়লো,
মনে পড়লো উভয়ের প্রেমিকার নাম!

তবু রাত্রিকালে
উর্দ্ধবাহু দীর্ঘ বৃক্ষশ্রেণীর আড়ালে অগ্নি ছিলো!

হাওয়ার নিঃশ্বাস শুনে মনে হয়
আমাকে এমন ভাবে একা করে দিয়ে
তুমি কেন দূরে চলে গেলে।