হিরোশিমাবাসীদের উদ্দেশ্যে / আল মুজাহিদী

পূর্ব পুরুষের ইতিহাস ধরে রেখে তোমরাও ইতিহাস হলে। তোমরা
দেশের মাটিকে স্বর্গে ভরিয়ে তুললে। জোতজমিভরা সোনালি শস্য
আর উন্মুক্ত বাতাস আর তোমাদের অস্থিতে মজ্জায় নেচে ওঠে
জীবন্ত নিয়তি। তোমরা মুক্ত হলে অনন্তকালের কুঠুরিতে; আকাশের
এবং আকাশের চেয়েও দিগন্ত বিস্ত্ৃত অন্য কোনো অন্তরীক্ষে,
অন্তরীক্ষমণ্ডলে তোমার শোকার্ত পতাকা ওড়ে। আজ
তোমাদের চোখে মুখে দেখি শোকের জ্বলন্ত স্বপ্ন
তোমাদের পরনের ডোরাকাটা জামা, ট্রাউজার যেন নক্ষত্রের বুটিকরা পোশাক।
জানালার শার্সি খোলা।
দরোজাটাও হারিয়ে ফেলেছে কুলুপ বিগত দিনের ঝড়ে;
ক’টা তোতা পাখি তোমাদের ঘরে ঢুকে পড়ে আত্মবৃন্তে ব’সে পত্রালি দোলায়
আর গলা ছেড়ে গান ধরে তোমরা এখন মুক্ত।
চলো, আমরা হাত ধরাধরি করে বের হ’য়ে পড়ি
নগরের স্ক্যোয়ারে কিংবা উপত্যকায়। ঝর্ণার পানিতে নেমে
জলমগ্ন হই। সাঁতার কাটি এই অরণ্য শেওলায়।
বলো তো এ রকম জীবন কোথায় ছিলো, এতোদিন।
পাখিরা বললো, ‘আমাদের ভেতরেই।’

০৯/০৮/৯৩