(ধারাবাহিক কবিতা)
এই কবিতা লেখবো এমন ভাবে
এই কবিতা কামড়ে খাওয়াও যাবে
এই কবিতা মিছিল নিয়ে এলে
শ্লোগান হয়ে ছড়িয়ে দেবে ডানা
এই কবিতা নতুন দিনের গানা-
মিথ্যে যত ইশতেহারের ভারে
নুইয়ে পড়ে আমার মাতৃভূমি
ওসব নিয়ে তোমরা থাকো সুখে
মিথ্যে কথা বলতে পারো তুমি
এটুক শুধু বলতে পারি, শোনো-
এই কবিতা বাধতে পারে দানা।
কলিম চাষা ব্যস্ত খেতের কাজে
সময় কোথায় এসব নিয়ে ভাবার
তোমরা যারা দেশকে নিয়ে ভাবো
স্বপ্ন দেখাও- অনেক দূরে যাবো
তারাই যদি অগ্রে ঝোলাও মুলো
সবার চোখে চাচ্ছো দিতে ধুলো
তাহলে আর চলবে না বাহানা
এই কবিতা বাধতে পারে দানা।
নোংড়ামি আর বেইমানিতে মেতে
পকেট কাটো আমজনতার যদি
শাসক হয়ে শোষণ করার খায়েশ
মনের মধ্যে পোষণ করো যদি
ইতিহাসের ফাইল খুলে দেখো
আর কটাদিন টিকবে তোমার গদি?
একটা কথা বলছি তোমার, নেতা;
সব জেতা নয় জেতা।
এখানে আপনার মন্তব্য রেখে যান