এই কবিতা নতুন দিনের গানা- ০২ / সাইফ আলি

(ধারাবাহিক কবিতা)

মেহেরবানি করুন জনাব, একটুখানি শুনুন
দু’দিন ধরে জ্বলছে না যেই উনুন
সেই উনুনের নীরব শীতলতা
লাগতে পারে হয়তো প্রগলভতা
কিন্তু যদি সত্যি ওঠে জ্বলে
এই কবিতা বাধতে পারে দানা-

মুট-মুজুরি করছে যারা মুটে
এদিক সেদিক খাচ্ছে খুটে খুটে
রিকশা-ভ্যানে কঠিন জীবন চাকা
ঘুরছে যাদের, তাদের যদি লুটে
শান্তি খোঁজেন; শান্তি কি আর মোয়া?
ভাবতে পারেন কিন্তু মোটেই তা না।

এই যে যারা রেল লাইনের ধারে
বস্তিঘরে হাতড়ে ফেরে আশা,
ফুটপথে যে শিশুর বেড়ে ওঠা
তাদের কি আর শিখিয়ে দেয়া লাগে
কোনটা ঘৃণা- কোনটা ভালোবাসা!

শুনুন জনাব, জীবন থেকেই নেয়া
ঝড়ের মুখে তীর খোঁজে সব খেয়া।