(ধারাবাহিক কবিতা)
দেখুন জনাব লাট-সাহেবের নাতি
দোষের কথা উঠলে দোষী জাতি
কিন্তু যদি গুণের কথা বলেন
আম্রিকা মেড তৈলে গতর ডলেন;
এদেশ নাকি দুর্নীতিতে সেরা
এদেশ নাকি কুলাঙ্গারের ডেরা
আপনি তবে চোরের ঘরের নাতি
ক্যামনে দেখান সাধুর তেলেসমাতি!
ঘিঞ্জি এদেশ বস্তি বলাই ভালো
সে বস্তিতে দালান তুলেই থাকেন,
হাজার রকম সমস্যাতে তবু
বছর ব্যপি অমুক-তমুক হাকেন
অর্থ-কড়ি খুব প্রয়োজন হলে
বউরে পাঠান অন্যজনের কোলে;
এটাই নাকি তাল মিলিয়ে চলা
এটাই নাকি মডার্ন হওয়ার কলা!
বলছি শোনো লাট-সাহেবের জামাই
অল্প হলেও হালাল যাদের কামাই
সেই কৃষক-শ্রমিক-মজুর-মুটের ঘরে
যে সুখ আছে সে সুখ তুমি আম্রিকাতে খুঁজো,
সোজা হয়ে শোয়ার আয়েশ পাই কখনো কুঁজো?
এখানে আপনার মন্তব্য রেখে যান