এই কবিতা নতুন দিনের গানা-০৪ / সাইফ আলি

(ধারাবাহিক কবিতা)

পাচ তারকা সাত তারকায় তোমার যাতায়াত
সকাল বিকাল গুণীজনের রাখছো মাথায় হাত
গুণী-মুণি-মুন্সি ওরা অসারণ বটে
সাধারণের ভাগ্যে কি আর ওসব কিছু ঘটে!
সাধারণের ভাতের হাড়ি ডাল-খিচুড়ি পাকায়
ঘ্যাচর ঘ্যাচর শব্দ-দূষণ ব্যর্থ জীবন-চাকায়-
পাচতারকার বাইজি ছাড়া ডাকবো তোমায় কি
ওটাই তোমার মূল পরিচয় নয় কি নেতাজি?

বেগুন গাছের দুইটি পাতা, টুনটুনি তার ফাঁকে
শুনতে তুমি পাওনা এখন কেমন করে ডাকে
সাপের মতো ইদুরঘরে করছো বসবাস
টাকার সাথে, নামের সাথে তোমার সহবাস-
কিন্তু ওসব থাকবে কাছে গ্যারান্টি কার্ড আছে?
উড়াল দেওয়া খাঁচার পাখি ঘেষবে খাঁচার কাছে?

নতুন দিনের ইসতেহারে কি গান ছিলো লেখা
একটু যদি সময় মেলে উচিত তোমার দেখা
তা না হলে এসব কথা বাধতে পারেই দানা
এই কবিতা আর কিছু না নতুন দিনের গানা