আমাদের কথাগুলো মুছে যায় / সাইফ আলি

আমাদের স্বপ্নেরা ভিটে মাটি ছাড়া
আকাশে উড়ছে খুব, উড়তে থাকুক
আমাদের কথাগুলো শুকনো পাতার মতো
মর্মরে, পুড়ে যায়; পুড়তে থাকুক।

আমাদের গাল ছুঁয়ে নেমে যায় শেয়ালের লালা
কাঁচা মাংসের দলা ঝুলে থাকে হৃদয়ের মোহে
আমরা কবিতা লেখি, কবিতার ফুল নিয়ে ঘুরি
তবুও অলংকার রাতের আঁধারে যায় চুরি…

বীর্য সেনানী খুব তড়পায় ডিম্বের খোঁজে
ইতিহাস লেখা হয়- মরদের আকাল এ দেশে!
আমাদের কথাগুলো মুছে যায় আমিষের ভোজে
নিরামিষ প্রতিদিন টোকা দেয় দরজায় এসে…

এখানে আপনার মন্তব্য রেখে যান