ঝড় থেমে গেলে / সাইফ আলি

ঝড় থেমে গেলে নামুক দু’ফোটা বৃষ্টি
ধুয়ে দিয়ে যাক অযথা ঘোলাটে দৃষ্টি
শুকনো পাতারা উড়তে উড়তে থেমে যাক
কিছু জঞ্জাল এ শরীর থেকে নেমে যাক

বেওয়ারিশ কিছু আশা-হতাশার টিপ টিপ আলো জ্বলছে
কিছুটা সত্য কিছুটা মিথ্যে ইনিয়ে-বিনিয়ে বলছে
অগোছালো এই কবিতার কথা যাক ধুয়ে যাক এইবার
ভালোবাসা ছিলো, প্রেম ছিলো কিছু; নেই আর…

এখানে আপনার মন্তব্য রেখে যান