মুছে দেবে দাও, পার্মানেন্ট তো নই
পেন্সিল দিয়ে লেখা;
শাদা করো পাতা ইরেজার দিয়ে ঘষে
কিন্তু যে দাগ নিখুঁত গিয়েছে বসে
গহীনে তোমার, সে তোমার চির সই
মুছে দেবে দাও প্রিয়
পার্মানেন্ট তো নই-
মুছে দেবে দাও, পার্মানেন্ট তো নই
পেন্সিল দিয়ে লেখা;
শাদা করো পাতা ইরেজার দিয়ে ঘষে
কিন্তু যে দাগ নিখুঁত গিয়েছে বসে
গহীনে তোমার, সে তোমার চির সই
মুছে দেবে দাও প্রিয়
পার্মানেন্ট তো নই-