আত্মার কথা/ সাইফ আলি

আবার নতুন করে লেখা হোক ইতিহাস
চাপা পড়া সত্যের ধুলোজমা পিঠ লোকে আবার দেখুক
অন্ধের চোখ ফের দৃষ্টির ঘ্রাণ পাক
আত্মার কথা কবি আবার লেখুক।

দরজাটা খুলে যাক
জনালাটা খুলে যাক
আজানের সুরে সুরে জেগে যাক মানবতা
সুবহে সাদিক লোকে আবার দেখুক…

আবার নতুন করে লেখা হোক ইতিহাস
আত্মার কথা কবি আবার লেখুক।

এখানে আপনার মন্তব্য রেখে যান