সন্ধ্যার সাথে আরো কিছু কথা হোক / সাইফ আলি

বৃষ্টি বিকেল ঘোলাটে মেঘলা চোখ
সন্ধ্যার সাথে আরো কিছু কথা হোক
ভেজা ঘাসেদের শরীরের ঘ্রাণ আর
কিছুটা সময় একলা শুধু একলা…

আকাশের কথা বাতাসের গান বাদ
মাঠের উপর উপুড় মাঠের কাব্য
জোনাকির কথা জোছনার কথা বাদ
নতুন চালের ভাপায় মজেছে মন,
আর সাথে সাথে অজপাড়া গাঁ’র
খোপা খোলা এক সন্ধ্র্যার আয়োজন-

কাশবনে কেউ দোলায় শফেদ ওড়না
নদীর বিরহে কাঁদে কেউ বটতলে
হুহু তার সেই কান্নার সুর শুনে
রাখালের বাঁশি জড়ায় প্রেমের ফাঁদটায়
কেউ নেই আর কেউ নেই শুধু
বাঁশঝাড়ে একা ঝুলে আছে সেই
বহু পুরাতন চাঁদটাই-

বৃষ্টি বিকেল ঘোলাটে মেঘলা চোখ
সন্ধ্যার সাথে আরো কিছু কথা হোক-

এখানে আপনার মন্তব্য রেখে যান