শেয়ালের মতো হাসছিল সে খ্যা খ্যা করে,
হতবাক হয়ে দেখছিল তাকে পথের মানুষ;
মাঝে মাঝে তার শুকনো হাসিটা যাচ্ছিল ঝরে,
মনে হচ্ছিল ফুটো হয়ে যাওয়া রঙিন ফানুস।
বন্ধুরা তার যে-কথাই বলে, হেসে হয় খুন
মাঝে মাঝে থামে, যেন ব্রেক কষা মালবাহী ট্রাক
আবার সে হাসে, যেন পেট ভরা মাতাল শকুন;
রাস্তার লোক দূর থেকে দেখে হয় হতবাক।
সে কি হাসে সুখে? কোন্ মরা গরু খাওয়ার সে সুখ?
তাই তার হাসি এত উৎকট গন্ধ ছড়ায়
রাতের বাতাসে? নিয়োন আলোয় তার চোখমুখ
রাস্তার লোক যত দ্যাখে তত থ বনে যায়
হঠাৎ কে যেন বলে ওঠে, ‘হায়, করিনি খেয়াল,
এ তো দেখি দুই পদঅলা এক সভ্য শেয়াল!’
২১.১১.২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান