চাঁদ খেলে লুকোচুরি মেঘটার আঁড়ালে
সহযে কি ধরা যায় দুই হাত বাড়ালে?
না না ধরা যায় না তা, তবু ভালোবাসা যায়
মানুষকে ভালোবেসে আরো কাছে আসা যায়।
একেবেঁকে সব নদী সমুদ্রে মিশে যায়
ছোট নদী বড় নদী কোনো ভেদাভেদ নাই
সাগরের কাছ থেকে শিখে এই তত্ব
মানবিক গুনে নিজ বাড়াও মহত্ব।
আকাশের নীলে তুমি ছিলে কি না ছিলে না
কারো সাথে মতবাদে মিলে কি না মিলে না
এইসব পাশে রেখে ফুল হয়ে ফুটে যাও
ভালোবেসে জীবনের স্বাদটাকে লুটে যাও।
মন্তব্য করুন