একটা ছোটো গল্প ছিলো
জোনাক জ্বলা রাতকে নিয়ে
বাঁশ বাগানের ফোকর গলে
চুইয়ে পড়া চাঁদকে নিয়ে-
এবং কিছু বাধ না মানা
ঝটকা হাওয়ায় উড়ন্ত চুল
কাচের চুড়ি, টিকলি পরা
শ্যামলা কপাল,
টোল পরা গাল সকাল বিকাল
খিলখিলিয়ে
হাসতে থাকা একটা ছোটো
গল্প ছিলো।
একটা ছোটো গল্প ছিলো
মেহেদী লাল-
সবুজ পাতা দারুণ ব্যথায়
রাঙাচ্ছে এক হাতের তালু
এবং তালুয় কয়েক ফোটা
লবন পানি, কুসুম গরম।
একটা নরম
অল্প কথার গল্প ছিলো আমার কাছে,
বুক পকেটের কিণার ঘেষে দাঁড়িয়ে আছে;
ঢুলছে ঘুমে,
হাত ধরে তার যায় কি নেওয়া
তোমার রুমে?
এখানে আপনার মন্তব্য রেখে যান