এমন প্রেমের দরকার নেই / সাইফ আলি

বন্ধু আমার জুতা হারানোর জবাবদিহিতা চাচ্ছি না
চাচ্ছি না আমি জানতে আমার ডিমের বাটিতে ঘাটতি ক্যান
ফেসবুকে তোর বদ অভ্যাসের কোনো কথা আজ তুলছি না
চায়ের মূল্য মিটাবো আমিই, সিগারেট চাস পাবি সেটাও
কিন্তু আমাকে স্বদেশ প্রেমের মর্ম বোঝাতে বললি তুই-
মরছে মরুক জনগণ তবু আপোষে থাকুক স্বদেশ ভুঁই!!
বন্ধু আমার এমন প্রেমের দরকার নেই
জনতার চেয়ে স্বদেশপ্রেমিক সরকার নেই।

এখানে আপনার মন্তব্য রেখে যান