কিছু অবসর লক্ষ্যভ্রষ্ট পথে / সাইফ আলি

আসুন কিছুটা অবসর নিয়ে খেলি
কিছুটা জীবন লক্ষ্যভ্রষ্ট পথে
মেঘছেড়া রাত আলো-আঁধারির ঘোরে
আসুন কিছুটা জীবন খরচা করি।

ব্যস্ত জীবন একই সংলাপে গাঁথা
ভাত চাই শাদা, চকচকে কালো জুতো
এবং কিছুটা বিদেশী বাসনা মেখে
রাস্তা-অফিস, অফিস-রাস্তা-বাড়ি।

আসুন কিছুটা সময় খরচা করি
কিছু অবসর লক্ষ্যভ্রষ্ট পথে-

এখানে আপনার মন্তব্য রেখে যান