অন্তরালের শেয়াল তুমি
প্রেস ব্রিফিঙে হাক লাগাও,
মধুর মধুর বোল-বচনে
আম জনতার তাক লাগাও।
হুক্কা হুআ ইসতেহারে
জোরছে তালি হুররে হু,
অন্ধকারে হালাল সবই
পয়সা-পাতি ব্যঙের থু!
কবজিঅলা সবজি বেচে
মগজঅলার ময়লা মুখ
বগল বাজায় কলকি গাজায়
বাসর সাজায়, আহ! কি সুখ-
চোখের কোণে কামের কেতর
নামের কেতর জমছে তোর,
এই মিছিলের শ্লোগান হবে-
বুদ্ধিচোরা, তুই ইতর।
এখানে আপনার মন্তব্য রেখে যান