দোহাই জনাব ওসব ছাড়েন / সাইফ আলি

জনাব, আপনি কলম ছাড়েন
ধরতে পারেন অন্য কিছু
যেহেতু আজ কাঁঠাল দেখে
আস্তে করে লেখেন লিচু।

পিঠ বাঁচিয়ে লেখেন ছড়া
মুখোরোচক ডালের বড়া
ডাণ্ডা দেখে আণ্ডা পাড়েন
ঠাণ্ডা হাতে কলম নাড়েন
দোহাই জনাব ওসব ছাড়েন।

উপুড় করে তেলের শিশি
সকাল বিকাল ফরমায়েশি
আলাপ পাড়া বন্ধ করেন;
সাহিত্যকে নগ্ন করে
কচলে কেনো গন্ধ করেন?

জনাব, যদি সত্যি করে
বলতে পারেন তালকে তাল-ই,
হতে পারেন মন্দ লোকের
ঘুম কাড়া এক চোখের বালি
তবেই লেখেন,
তা না হলে কলম ছেড়ে
ভিন্ন কোনো রাস্তা দেখেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান