প্রেম ভাগাও / সাইফ আলি

প্রেমের সদায় করলো মরদ
দরদ দিয়ে তাইতো তার
প্রেম ছুটিলো সবার আগে
পয়সাভাবে গেরেফতার!

এই জামানার প্রেমিক মিয়া
নাট-বল্টু ঢিলা নি,
কয়েক দফা পাগলা গারদ
ইতিপূর্বে ছিলা নি?

ইদানিংকার প্রেম-পিরিতি
জমছে নাকি মার্কেটে,
মার্কেটিং এ ডিগ্রি তোলো
নয়তো প্রেমের তার কেটে

অন্যখানে মন লাগাও;
প্রেম ভাগাও।

এখানে আপনার মন্তব্য রেখে যান