সময়ের ছড়া-০১ / সাইফ আলি

ভর দুপুরে রৌদ্র চুরি করলো রে কোন শালা
আকাশ পানে চাইয়া দেখি ভবন তিরিশ তালা
স্বদেশটাকে চুরি করে বিকোচ্ছে কোন শালা
নাক বরাবর চাইয়া দেখি আমজনতার খালা!

এখানে আপনার মন্তব্য রেখে যান