তুমি ছাড়া কোন বসন্তের কথা বলে লোকে
কৃষ্ণচুড়া ছাড়া, পলাশের রঙ ছাড়া
ভিন্ন কি বসন্ত এসেছে এখানে !!
রিকশাতে কেউ চুলে গুঁজে ফুল, দোকানের ফুল
রঙিন শাড়ির ভাঁজে ভাঁজে তার বসন্ত প্রকাশ
অথচ আমার বসন্ত আসার নেই অবকাশ-
তোমাকে ছাড়াই কখনো বসন্ত আসে না নির্ভুল।
আমার বসন্ত তোমাকে ঘিরেই
ঘুরে ফিরে সেই তোমার তীরেই…
মন্তব্য করুন