শামুক ডোবা আন্দোলনের মুখে
শ্যাওলা সবুজ শ্লোগান ছিলো বেঁচে
পুঁটির দেহে রোদের ঝিলিক যেই
এক পা ভেঙে বকটা সেখানেই-
কলমি ফুলে স্বপ্ন ছিলো আঁকা
মেরুন রঙা পথ কিছুটা বাঁকা
শুকনো মেরুন জাফরানি সেও ছিলো
রঙ খুয়েছে সকাল গড়াতেই।
শামুক ডোবা আন্দোলনের মুখে
শ্যাওলা সবুজ শ্লোগান ছিলো বেঁচে
পুঁটির দেহে রোদের ঝিলিক যেই
এক পা ভেঙে বকটা সেখানেই-
কলমি ফুলে স্বপ্ন ছিলো আঁকা
মেরুন রঙা পথ কিছুটা বাঁকা
শুকনো মেরুন জাফরানি সেও ছিলো
রঙ খুয়েছে সকাল গড়াতেই।
এখানে আপনার মন্তব্য রেখে যান