আমি তার আশায় আশায় রাত করি পার
না জানি কোন ঠিকানায় দিন কাটে তার
বহুবিধ আস্ফালনের অংক কষে
হিসাবের শেষ কথা হয় শূন্যে সওয়ার।
আমি কি মড়ার প্রেমে সাঁতার কাটি
মাটি হয় বৃক্ষ সবুজ আবার মাটি
সরিসার হলুদ ফুলে কি পায় মাছি
জীবনের কুলোয় তুলে দুঃখ বাছি।
যেভাবে চাঁদের গায়ে ঘুন ধরেছে
মেঘে আর জোছনাতে আগুন ধরেছে
সেভাবেই হয়তো এ রাত নিস্ব হবে
সেভাবেই হয়তো সেও শূন্যে গেছে।
আমি যার আশায় আশায় রাত করি পার
সে আমার খুব চেনা অচিন সে আবার।
এখানে আপনার মন্তব্য রেখে যান