আমি এক অদ্ভুত সুখে আছি জানো
সময়ের রঙড়ঙা পরিচয় নেই
ব্যথা আছে, কিন্তু কোনো দুঃখ আমাকে স্পর্শ করে না
স্বপ্ন আছে, কিন্তু কোনো ব্যস্ততা আমাকে তাড়া করছে না
আমি এক অদ্ভুত সুখে আছি বেঁচে!
বৃক্ষকে দেখো অভিযোগ ছাড়া
কি দারুণ আকাশের দিকে উঠে যায়
যেনো তার ওটাই ঠিকানা!
আমি এক অদ্ভুত স্রোতে ভেসে আছি
যেই স্রোত কোনোদিন ভাসায়নি আমাকে
অদ্ভুত নদী, সাগরের দিকে তার গতী নেই!
আমি এক অদ্ভুত সুখে আছি জানো…
এখানে আপনার মন্তব্য রেখে যান