‘ওসব নিয়ে ভাবতে নেই
নোংড়া জলে নাবতে নেই
বস্তিপাড়ায় যাসনে খোকা
ওসব নিয়ে ভাবতে নেই।
বস্তিতে সব চোর থাকে
পাগল মাতাল খোর থাকে
ছোটোলোকের ঝুপড়ি ঘরে
নানান পদের ঘোর থাকে।’
বড়লোকের ননির পুতুল
চোরের ঘরে যায় না আর,
দুঃখ শুধু বড়চোরের
বিলাসঘরেই জন্ম তার।
এখানে আপনার মন্তব্য রেখে যান