শান্তিবাদী বললেন, ‘শান্তিই যুদ্ধ থামাতে পারে।’
যুদ্ধংদেহী দানব বললে, ‘শান্তি নিস্ক্রিয় নিদানপত্র।’
কবি বললেন, ‘শান্তি একটা ইমেজ।’
তুমি বললে, ‘শান্তি একটি প্রতিমা।’
আমরা সকলে ভাঙতে ও গড়তে পারি।
শিশুরা বললে, ‘তোমরা আগুন নেভাও,
আমরা ভুল করে আগুনে হাত দিতে পারি।’
কতিপয় কাপালিক ভীষণ দ্রংষ্টাঘাত করলো
শিশুটির কোমল শরীরে।
ঘরে-ঘরে, ভেতর-বাইরে, পৃথিবীর প্রতিটি উনুনে
হিরোশিমায়, ফিলিস্তিন, কসোভায় আগুন জ্বলছে।
আগুন নেভেনি ব্যাবিলনে।
আগুন নেভেনা।
আণবিক চুল্লি জ্বলে দিনরাত
ধিকিধিকি।
মন্তব্য করুন