ইটালিতে খাদে পড়ে ৩৮ জনের মৃত্যু: রয়টার, ৩০ জুলাই, ২০১৩
মৃত্যু বড়ই কষ্টের, দুঃখের, অশ্রুর;
সব গান, সব সুর
থেমে যায় মুহূর্তেই; আর পাথরঅন্তর
কাঁচের গ্লাসের মতো ভেঙে হয়ে যায় গুঁড়োগুঁড়ো- বুঝলেন বুঝি এতদিন পর?
হে মহান প্রেসিডেন্ট ইটালির, আমাদের এ নরকে প্রতিদিনই লোক মরে
অপুষ্টি, অজীর্ণ, অনাহার, এমনকি সর্দি-কাশি-জ্বরে;
তার উপর যখন ইউরোপ ও আমেরিকার উন্নত বিমানগুলো
রাডারের চোখে ধুলো
দিয়ে, ঝরায় বৃষ্টির মতো বোমা,
তখন আপনি যদি দেখতেন নিজ চোখে, বলে উঠতেন, ‘ও মা!
এত মৃত্যু, এত রক্ত, এত লাশ, এত বর্বরতা?’
নিশ্চয়ই একথা
উঠতেন আপনি বলে আর করতেন হা-হুতাশ।
আমরা প্রত্যহ লাশের উপর লাশ,
রক্তের উপর রক্ত
দেখতে দেখতে হয়ে গেছি পাথরের মতো প্রাণহীন এবং লোহার মতো শক্ত।
সুতরাং কষ্ট নেবেন না মনে, আপনাদের এ হেন দুঃখ দেখে আমরা এশিয়াবাসী
যদি হো হো করে হাসি,
যদি ভুল করে মনে করে বসি এসব আপনাদের কান্নাকাটি নয়
গণতন্ত্রের মতন অন্য এক নাটকের অভিনয়।
৪.৮.২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান