নকল লিচু / আবুল হাসান

বাজার থেকে কিনেছিলাম গোটা কয়েক নকল লিচু
সোহাগ করে টাঙ্গিয়ে রাখি নিজের ঘরের দেয়াল জুড়ে ।
পাশের ঘরের অবোধ শিশু, খাবো বলে বায়না ধরে ,
মুচকি হেসে ভোলাতে হয়, হাতে দিয়ে অন্য কিছু!
বান্ধবেরা ঘরে ঢুকে সবিস্ময়ে তাকিয়ে দেখেন
‘বেশ তো দেখি রং-এর বাহার, আবার কাটা সমস্ত গায়!
হেসেই বলি, ‘দেখুন দেখি, আপনারা তো কবিতা লেখেন
এমন করেই সাজানো সব, আসল নকল চেনাই দায়!’