সেল্ফ পোট্রেইট / আলি মেসবাহ

সেল্ফ পোট্রেইট আঁকা হয়নি আমার কখনোই
অবশ্য মাঝেমধ্যে ইচ্ছে যে হয়না এমনটাও নয়
সারাদিন কতোকিছুই তো এঁকে বেড়াই
এক টুকরো শাদা মেঘের কষ্ট, জলের দহন
অথবা একটা নান্দনিক প্রচ্ছদের কথাই ধরুন।
ইত্যাদি ইত্যাদি…
কেবল নিজের বেলাতেই কিরকম না বোধক তরঙ্গ খেলে যায়
মস্তিষ্কের নিউরনে নিউরনে
দীনতায় হাত কেঁপে ওঠে
শিল্পীর হাত !

ওহে,
কেউ কি আছেন?
দয়াকরে আমাকে বলে দেবেন যে,
কিভাবে একটি সেল্ফ পোট্রেইট আঁকতে হয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান