তুমি দেখেছিলে কিভাবে একটা তারা
জ্বলতে জ্বলতে নিষ্প্রভ হয়ে যায়,
কিভাবে আহত পাখিটা হঠাৎমাটিতে পড়লো শুয়ে
কিন্তু দেখনি কিভাবে কৃষক ঘাম ছুড়ে ফেলে নরম মাটিতে
জীবনের বীজ রুয়ে।
তুমি দেখেছিলে ছত্রভঙ্গ মিছিলের ছুটোছুটি
কিন্তু দেখনি আহত গোলাব বুলেটে-বারুদে মাখামাখি করে
কিভাবে মাতায় কালো পিচঢালা পথ
আর খুন সেই গোলাবের বুক চুয়ে
কিভাবে রাঙায় আগামীর ফেস্টুন।
তুমি দেখেছিলে শীতের কাঁপন
পাতাদের ঝরে যাওয়া,
দেখলে না শুধু এই বসন্ত; শুকনো বাকলে
সবুজ আগামী ডাকে,
জানলে না শুধু প্রতিটি বিজয়
কোন রঙ ঢেলে আঁকে!