অদ্ভুত কথাগুলো তোর / সাইফ আলি

অদ্ভুত কথাগুলো তোর
শান্তির কপোতেরা পতপত উড়ে যাবে
শাদাশিদে বুকের ভিতর
আর কিছু স্বপ্নের অনুদানে বড় হবে
আমাদের তকতকে আশার চারাটা!

তোর চোখে বোকা বোকা চাহনির ভীড়ে
স্বাধীন যে পাখিগুলো ডানা ঝাপটাতো
তাদের প্রতিটা নীড়ে
নতুন ছায়ের কিচিরমিচির ডাক
আমাদের মুগ্ধতা গিলে খায়;
অদুভুত চোখ তোর, নীলাকাশ,
ঝাওবন, কখনো নদীর মতো চঞ্চল জলাধার!

এতোসব শীতল ফোয়ারা বুকের মধ্যে পুষে
কি এমন স্বপ্নের তাড়া খেয়ে তুই,
গরম রক্ত ঢেলে পিচ্ছিল করে দিলি বল
আমাদের লুণ্ঠিত কবিতার ভুঁই!

এখানে আপনার মন্তব্য রেখে যান