কোথায় যেন আটকে গেছি আমরা সবাই।
থমকে আছে ঘড়ির কাঁটা। থেমে গেছে
কালের গতি। সীমারেরা করছে জবাই
দিনদুপুরে গণতন্ত্র জীবনতন্ত্র।
প্রাণপদ্মার শীতল পানি নেমে গেছে
কত নিচে! আমরা যেন বিকল যন্ত্র
পড়ে আছি বালির চরে। কোথায় যেন
আমরা সবাই, হায়, কচুরিপানার মতো
আটকে গেছি মরা নদীর সোঁতায় যেন!
সভ্যতা আর এগোচ্ছে না, থেমেই আছে,
যেমন করে থেমে থাকে শত শত
কলের গাড়ি জামে পড়ে। হৃদয়গাছে
এখন তো আর ফুল ফোটে না সুবাসভরা,
কাগজফুলে সয়লাব সব। ড্রয়িংরুমে
পায় যে শোভা কাগজফুল ও নিথর মরা
প্রাণের ছবি। জাগরণে এবং ঘুমে
আমরা কেবল আঁতকে উঠি ভয়ে। শুধু
দুঃসংবাদ, গণহত্যা, রাষ্ট্রদখল
ছাড়া কোনো নিউজই নেই। যেন ধু-ধু
মৃত্যপুরী এ সভ্যতা, মিথ্যে, নকল।
২.৪.২০১৪ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান