স্বপ্নের ব্যাপারে কারো হাত নেই / আবুল হাসান

স্বপ্নের ব্যাপারে কারো হাত নেই।
এই আমি যদি দেখি, পরিচিত যত্ত সব অফিসের সিঁড়ি
উল্টো মুখের হয়ে গেছে,
আমরা ক’জন পিয়নের
টুলে বসে অপেক্ষা করছি
কখন আসবে ডাকের ছেলেটা!

সুউচ্চ নদীর পাড় ভেঙ্গে ঢুকে গেছে
লোকালয়ে খাড়ি
পুলিশের গাড়ি
কয়েদী বোঝাই হয়ে চলে
ন্যায়দণ্ড হাতে নিয়ে বিচারক
দাঁড়িয়ে আছেন সদলবলে!

স্বপ্নের ব্যাপারে কারো হাত নেই
ব্যস্ত রাস্তাকে দেখি ঢুলে পড়ে আছে
কেবল সম্মুখে
দেখা যায় লাল পেড়ে শাড়ী
পরা তাকে।
একদিন যে ছিলো এ মনের রমণী
চিনতে পারিনি
আঁচলে মুছছে বসে
রাস্তার ধুলিকে।